মামলা আবেদন নমুনা ছকঃ
বরাবর,
চেয়ারম্যান
নারচী ইউনিয়ন পরিষদ
সারিয়াকান্দি, বগুড়া
বিষয়ঃ- অভিযোগ প্রসঙ্গে
বাদী পক্ষ |
বিবাদী পক্ষ |
১। মোছাঃ ফেরদৌসী বেগম |
১। মোঃ আব্দুর রশিদ |
স্বামী- মোঃ আতাউর রহমান (গোল্লা) |
২। মোছাঃ সাহানা বেগম |
সাং- নারচী |
উভয়ের পিতা মৃতঃ এলাহী আকন্দ |
ডাকঘর- নারচী |
ডাকঘর- নারচী |
উপজেলা- সারিয়াকান্দি |
উপজেলা- সারিয়াকান্দি |
জেলা- বগুড়া |
জেলা- বগুড়া |
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি বাদিনী অত্র ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ অস্থায়ী অফিস কার্যলয় লিখিত অভিযোগর করিতেছি যে, আমার শ্বশুর জিবীত অবস্থায় আমার নামে ০৫(পাঁচ) শতাংশ জমি নিয়ে দেয়, তাহা আমি বিবাদী পক্ষের নিকট বিক্রি করি। যাহার দাগ নং সাবেক ১৬৯২, ডিপি ৪৬৫৯। উক্ত দাগে আরও জমি রহিয়াছে তাহার বৃদ্ধি জোর পূর্বক ভোগ দখল করিতেছে। আমরা পরিমাপ করিয়া ০৫(পাঁচ) শতাংশ জমি বুঝিয়া দিতে চাহিলে তাহারা কোন কর্ণপাত করে না এবং জমিও ছেড়ে দেয়না। এভাবে কালক্ষেপন করিতেছে। আমরা বলিতে গেলে তাহার আমাদের সঙ্গে খারাপ আচরণ ও কুৎসিত ভাষা প্রয়োগ করে। আমি বিবাদীদের সঙ্গে পেরে উঠতে না পেরে সুষ্ট বিচারের জন্য অত্র গ্রাম আদালতের শরন্না পন্ন হয়েছি।
বিধায় মহোদয় উপরোক্ত বিষযাদী অবগত হইয়া দলিল মূলে সু-ব্যবস্থা করিতে সুমর্জি হয়।
তারিখ- নিবেদীকা
স্বাক্ষরঃ
আবেদনের প্রেক্ষিতে নোটিশ এর নমুনাঃ
বাদী পক্ষ |
বিবাদী পক্ষ |
১। মোছাঃ ফেরদৌসী বেগম |
১। মোঃ আব্দুর রশিদ |
স্বামী- মোঃ আতাউর রহমান (গোল্লা) |
২। মোছাঃ সাহানা বেগম |
সাং- নারচী |
উভয়ের পিতা মৃতঃ এলাহী আকন্দ |
ডাকঘর- নারচী |
ডাকঘর- নারচী |
উপজেলা- সারিয়াকান্দি |
উপজেলা- সারিয়াকান্দি |
জেলা- বগুড়া |
জেলা- বগুড়া |
এতদ্বারা বাদী/বিবাদী পক্ষের অবগতির জন্য জানান যাচ্ছে যে, বাদী পক্ষের আনীত অভিযোগের প্রেক্ষিতে আগামী ০০/০০/০০০০ ইং তারিখ রোজ --------- বার সময় সকাল/বিকাল ------ ঘটিকায় অত্র ফুলবাড়ী ইউপি অস্থায়ী কার্যলয় হাটফুলবাড়ীতে সাক্ষ্য প্রমানাদী সহ বাদী/বিবাদী পক্ষকে হাজির হইতে বলা হলো।
গ্রাম আদলতের স্বাক্ষর
তাং
উপরে উল্লেখিত নালিশী সম্পত্তি সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ পূর্বক আপোষ নিস্পত্তির সিদ্ধান্ত গ্রহিত হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS